জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের দাবি জানাল বাংলাদেশ জাসদ
জামায়াতে ইসলামীর সাম্প্রতিক এক কর্মসূচিতে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে দলটির সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর গ্রেপ্তার দাবি করেছে বাংলাদেশ জাসদ।
জামায়াতে ইসলামীর সাম্প্রতিক এক কর্মসূচিতে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে দলটির সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর গ্রেপ্তার দাবি করেছে বাংলাদেশ জাসদ।

সোমবার (২৪ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এ দাবি জানান।
জাসদ নেতারা বলেন, ওই অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে নির্বাচনকে ঘিরে বিদেশি অর্থ ও অস্ত্র দেশে ঢুকবে। নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে।
এমন বক্তব্য নির্বাচনব্যবস্থার প্রতি ঔদ্ধত্যপূর্ণ চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পাশাপাশি সংবিধান, সার্বভৌমত্ব ও প্রশাসনের বিরুদ্ধে ভয়ংকর উসকানি হিসেবে বিবেচিত।
বিবৃতিতে আরো বলা হয়, এ ধরনের মন্তব্য নির্বাচন প্রক্রিয়াকে অবৈধ অর্থ-অস্ত্রের মাধ্যমে নষ্ট করার হুমকি এবং দেশের ভেতরে সন্ত্রাসবাদ, মৌলবাদ ও বিদেশি প্রভাব বিস্তারের অপচেষ্টার ইঙ্গিত দেয়। প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে আনার আহ্বান রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সমতুল্য।
জাসদ নেতারা তীব্র নিন্দা জানিয়ে শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, অবৈধ অর্থ ও অস্ত্র আমদানি-সংক্রান্ত হুমকি এবং প্রশাসনকে দুর্নীতির পথে প্ররোচিত করার অভিযোগে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
জাসদ নেতারা আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গঠিত বাংলাদেশে নির্বাচন হবে জনগণের অংশগ্রহণে ও সংবিধানসম্মতভাবে— কোনো বিদেশি প্রভাব, সন্ত্রাস, জঙ্গিবাদ বা অর্থ-অস্ত্রের ছায়ায় নয়। নির্বাচনী মাঠে সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিদেশি শক্তির প্রভাবের স্থান নেই। যারা গণতান্ত্রিক ব্যবস্থাকে উপেক্ষা করে ষড়যন্ত্রের রাজনীতি করছে, তারা রাষ্ট্র ও গণতন্ত্রের শত্রু।
চাঁপাই প্রেস/সূত্র_কালের কন্ঠ




