চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকালে জেলা নতুন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকালে জেলা নতুন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা। এতে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রাজিউর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, নাচোলের ইউএনও মোঃ কামাল হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে দূরে রাখার আহ্বান জানান।
‘চাঁপাইনবাবগঞ্জে মাদক নয়, আম চাষে করবো বিশ্বজয়’ এবং ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এসব শ্লোগানকে সামনে রেখে জেলার ৫টি উপজেলা থেকে একটি করে দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নাচোল বনাম শিবগঞ্জ। এতে ২-০ গোলে জয়লাভ করে শিবগঞ্জ উপজেলা দল।এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।



