বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে বরিশালে আনসার বাহিনীর শ্রদ্ধা নিবেদন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে বরিশালে আনসার বাহিনীর দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে বরিশালে আনসার বাহিনীর দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার( ৫ আগস্ট) সকাল ৭টায় বাকেরগঞ্জ অংশ গ্রহণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস এবং জেলা কমান্ড্যান্ট, নাহিদ হাসান জনি, বিএএম সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শাওন শিকদারের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। রেঞ্জ কমান্ডার শহীদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ শাওন শিকদারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং শহীদ শাওন শিকদারের পরিবারের খোজ খবর নেন।
পরে বরিশাল জেলার আমতলীর মোড়ে শহীদ স্বৃতিফলক উদ্বোধন অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। বরিশাল শিল্পকলা একাডেমি, জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীতে অংশ গ্রহন করেন। পরিশেষে বাদ যোহর বরিশাল রেঞ্জ কার্যালয় জামে মসজিদে সকল জুলাই আন্দোলনে শহীদ ও আহতসহ আনসার বাহিনীর উত্তোরত্তর সাফল্য কামনায় দোয়া করা হয়।
রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বলেন: ৫ আগস্ট, একটি ঐতিহাসিক দিন এই দিনে আমাদের দেশের সাহসী শিক্ষার্থীরা বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে যে প্রতিবাদ গড়ে তুলেছিল, তা দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায়। সেই আন্দোলনে শহীদ হওয়া ছাত্রদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। শহীদ শাওন শিকদারের মতো তরুণেরা ছিলেন আমাদের সমাজের আশা ও সম্ভাবনার প্রতীক। তাদের আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয়—একটি ন্যায্যভিত্তিক, বৈষম্যহীন সমাজ গঠনের দায়িত্ব আমাদের সবার।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় দেশের শান্তি, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমরা বিশ্বাস করি, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার এবং সুযোগ নিশ্চিত করাই একটি উন্নত বাংলাদেশের ভিত্তি।
আজকের এই দিনে আমি আহ্বান জানাই—আমরা সবাই যেন শহীদদের আদর্শকে বুকে ধারণ করে, বৈষম্যবিরোধী সচেতনতা ছড়িয়ে দিই সমাজের প্রতিটি স্তরে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক সমাজ উপহার দেওয়া আমাদের সকলের দায়িত্ব।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।" আনসার বাহিনীর এই অংশগ্রহণ সমাজের প্রতিটি স্তরে ন্যায় ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়।