চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত-৬২
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২১২ জন।

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে সদর,গোমস্তাপুর, শিবগঞ্জের পর এবার নাচোল ও ভোলাহাটেও ডেঙ্গু দেখা দিয়েছে। অধিক বর্ষা ও রাস্তাঘাট,ড্রেন,খাল,ডোবা অপরিষ্কার থাকায় নীরবে ডেঙ্গুর বিস্তার ঘটছে। ইতোমধ্যে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও শিবগঞ্জ পৌরসভায় ডেঙ্গুর বিস্তার ঠেঁকাতে সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরও ৬২ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৬ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ১৬জনের মধ্যে ৫ জন পুরুষ, ৯ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। এছাড়া বহির্বিভাগে নতুন করে শনাক্ত হয়েছেন আরো ২২ জন রোগী। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
অন্যদিকে শিবগঞ্জে আক্রান্ত হয়েছেন ৮ জন,গোমস্তাপুরে ১১ জন,নাচোলে ৫ জন ভোলাহাটে ২ জন।
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।
জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে শুক্রবার বলা হয়েছে, পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন ৫৭ জন। তাদের মধ্যে ১২ পুরুষ ও ৩৪ জন মহিলা এবং ৯ জন শিশু ছিলেন।
একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ২৯ জনকে। এই ২৯ জনের মধ্যে ১১ জন পুরুষ,১৭ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। বর্তমানে ভর্তি আছেন ৩৮ জন। এই ৩৮ জনের মধ্যে ৬ জন পুরুষ,২০ জন মহিলা ও ১২ জন শিশু রয়েছে। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ৬জন মহিলা রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) স্থানান্তর করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২১২ জন।