চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ জন আক্রান্ত
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্ত হয়েছেন ৮ জন ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন।
শনাক্তদের মধ্যে দুজনের বাড়ি নবাবজায়গির, একজনের বারঘরিয়া, একজনের লক্ষ্মীনারায়ণপুর, একজনের মহারাজপুর, একজনের হাতনাবাদ, একজনের কানসাট, একজনের শান্তিমোড়, একজনের কিরণগঞ্জ, একজনের রাজনগর, একজনের চাকলা ও একজনের বাড়ি পারদিলালপুর গ্রামে।
বর্তমানে জেলায় এক শিশুসহ ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৩৩ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ১৪ জন পুরুষ ও ৮ নারীসহ ২২ জন, শিবগঞ্জে ৪ নারী ও ৬ জন পুরুষসহ ১০ জন এবং ভোলাহাটে ১ জন পুরুষ রোগী ভর্তি আছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল রবিবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৮ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৭১৫ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৫১৪ জন পুরুষ এবং ২০১ জন নারী রয়েছেন।
গতকাল রবিবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।