চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপলক্ষে র‌্যালি আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।

শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ বিএনপির ব্যানারে শহরের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা শামসুল হক, নজরুল ইসলাম, আব্দুল বারেক, মঈদুল ইসলাম, সাহেদুল আলম বিশ্বাস পলাশ, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, জেলা যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু।

অন্যদিকে জেলা বিএনপির আয়োজনে নাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

অন্যদিকে জেলার নাচোল ও ভোলাহাট উপজেলায় সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের নেতৃত্বে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় নাচোল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নাচোল মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে একটি আনন্দ র‌্যালি বের হয়ে নাচোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

নাচোল পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন, নাচোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারিয়া আল-মেহরাব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদাসহ অন্যরা।

অপর দিকে জেলার ভোলাহাটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শুক্রবার বিকেলে এ উপলক্ষে দলের উপজেলা শাখার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে কলেজ গেট সংলগ্ন দলীয় কার্যালয়ে বিকেল ৫টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহসম্পাদক আলহাজ¦ মো. আমিনুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন,নারী নেত্রী মোসা. রেশমাতুল আরশ রেখাসহ অন্যরা।

এসব অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।