হবিগঞ্জে ভারতীয় বিয়ারসহ যুবক আটক
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ বোতল ভারতীয় বিয়ার ও একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে
স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ বোতল ভারতীয় বিয়ার ও একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে। শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার তেলিয়াপাড়া চা–বাগান এলাকায় এই অভিযান চালানো হয়।

বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্র জানায়, তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৮০০ গজ ভেতরে টহল দেওয়ার সময় রাস্তার পাশে সন্দেহজনকভাবে রাখা একটি বস্তা ও মোটরসাইকেল দেখতে পায়। পরে বস্তা তল্লাশি করে এর ভেতর লুকানো ১০ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে শ্রাবণ তাঁতী (১৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর বাড়ি তেলিয়াপাড়া গ্রামে।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা বিয়ার ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য দুই লাখ বারো হাজার পাঁচশ টাকা।
আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।
সংস্থাটি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত ৬ ডিসেম্বর একই সীমান্ত এলাকায় বিজিবি ২৩ বোতল ভারতীয় মদ, দুইজন পাচারকারী ও একটি মোটরসাইকেলসহ আরও একটি অভিযান পরিচালনা করে।




