দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন-মির্জা ফখরুল
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির এখন পর্যন্ত তেমন কোনো উন্নতি নেই
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির এখন পর্যন্ত তেমন কোনো উন্নতি নেই। সরকার অস্ত্র উদ্ধার করতে পারেনি। আমরা খুব উদ্বিগ্ন, এটি সরকারের ব্যর্থতা।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি বোঝা যাবে।

ভারতে বিশ্বকাপ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ক্রিকেটের ব্যাপারে রাজনৈতিক রাজনীতি জড়িত আছে।
দেশের সম্মান জড়িত আছে। ক্রিকেটকে অপমান করা মানে দেশকে অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। ছোট ছোট বিষয় নিয়ে আমাদের একমত হওয়া উচিত।
তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। ভারতের সঙ্গে মিউচুয়াল সম্পর্কের মাধ্যমে এসব সমাধান করা হবে।’ তিনি বলেন, ‘আমরা ফ্যাসিস্টকে তাড়াতেও জানি, মারতেও জানি, আবার মার খেতেও জানি।
এ সময় তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ভালোভাবে পড়া প্রয়োজন। তার ভাষায়, এই ৩১ দফার বাইরে আর কোনো সনদ নেই।
তারেক রহমানের আগমন ঘিরে ‘নতুন উদ্দীপনা
দলের চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক রাজনৈতিক বার্তা ও কর্মসূচিকে ঘিরে বিএনপিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘তারেক রহমানের আগমন নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।
নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে সম্ভাব্য কর্মসূচির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘তারেক রহমান শহীদদের কবর জিয়ারত করবেন। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পাশাপাশি উত্তরাঞ্চলের অন্য শহীদদের প্রতিও শ্রদ্ধা জানানো হবে।
ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানিবণ্টন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘তিস্তা, পদ্মা ও অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।’ তিনি বলেন, ‘আমাদের স্পষ্ট কমিটমেন্ট আছে। তিস্তা, পদ্মা ও সব অভিন্ন নদীর বিষয়ে আমরা ভারতের সঙ্গে এনগেজ করব এবং পানির হিস্যা আদায় করব। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
সূত্র_কালের কন্ঠ




