নাটোরে যাত্রীবাহী বাস তল্লাশী করে গাঁজাসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার

নাটোর জেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

নাটোরে যাত্রীবাহী বাস তল্লাশী করে গাঁজাসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন:রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল(ডিএনসি)একটি চৌকষ দল নাটোর জেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি: কুমিল্লা জেলার লালমাই থানাধীন হাজতখোলা বড়সলুনডা এলাকার আব্দুল হাকিম আলীর ছেলে মাহিন (২৬) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবীনগর ইউনিয়নের মিরটুলি এলাকার আফসার আলীর ছেলে আনারুল হক (৩৫)।

রবিবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক হুমায়ুন কবির এর নেতৃত্বে নাটোর জেলার বনবেলঘরিয়া নোয়াখালী হতে চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আর-পি স্পেশাল নাইস নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার নাটোর সদর থানাধীন বনবেলঘরিয়া নোয়াখালী হতে চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আর-পি স্পেশাল নাইস নামে একটি যাত্রীবাহী বাসে দুই যাত্রীকে তল্লাশী করলে অভিনব কায়দায় স্কুল ব্যাগে ৮ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।