ঐতিহ্যবাহী পীরতলা বাজার সমিতির নির্বাচন দীর্ঘ ১৬ বছর পরে
পটুয়াখালীর দুমকি উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত প্রায় শত বছরের পুরানো ঐতিহ্যবাহী পিরতলা বাজার বনিক সমিতির নির্বাচন জমে উঠতে শুরু করেছে
মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত প্রায় শত বছরের পুরানো ঐতিহ্যবাহী পিরতলা বাজার বনিক সমিতির নির্বাচন জমে উঠতে শুরু করেছে। ইতিমধ্যে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পিরতলা বাজারের অলিগলিসহ আশপাশের এলাকা। দীর্ঘ ১৬ বছর পর নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ১০ফেব্রুয়ারি রোজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত উক্ত নির্বাচন।
ইতিমধ্যেই প্রার্থীরা প্রতিটি ব্যাবসা প্রতিষ্ঠান ও দোকানপাটে গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করে ভোট প্রার্থনা করতেছেন। হোটেল, রেস্টুরেন্ট ও চায়ের দোকানে চলছে ভোটারদের মুখরোচক নানা জল্পনা কল্পনার আলাপচারিতা।
নির্বাচন কমিশন সূত্রে জানায়, এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩১৩জন। ৬টি পদে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন পিরতলা বাজার বনিক সমিতির -২০২৫ নির্বাচনে।
সভাপতি পদে ৪জন, সহসভাপতি ৫জন, সাধারণ সম্পাদক ৪জন, যুগ্ম সাধারণ সম্পাদক ২জন, সাংগঠনিক সম্পাদক ৩জন ও কোষাধ্যক্ষ পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য ইতিমধ্যে সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ'কে প্রধান নির্বাচন কমিশনার ও অপর ৪ জনকে নির্বাচন কমিশনার নিযুক্ত করে নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পিরতলা বাজারের পুরাতন ব্যবসায়ী মোঃ শামীম আজাদ জানান, বাজার ব্যবসায়ীদের নানাবিধ সমস্যা সমাধান ও উন্নয়নের লক্ষ্যে ২০০৯ সালের পর এই দ্বিতীয় বারের মত একটি নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশা করি উক্ত নির্বাচন সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হবে।
অপর এক ব্যবসায়ী মোঃ আব্দুল মজিদ খান জানান, প্রতি ২বছর পর পর নির্বাচনের নিয়ম থাকলেও ২০০৯ সালের পর আর নির্বাচন হয়নি। এবার পূনরায় পূর্বের ধারাবাহিকতায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরতলা বনিক সমিতির নির্বাচন।