দেশের জন্য সহযোগিতা চাইলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল

দেশের জন্য সহযোগিতা চাইলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এসময় তারেক রহমান নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়নে ইইউর সহযোগিতা চেয়েছেন।

গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, বৈঠকে তারেক রহমান নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়নে ইইউর সহযোগিতা চেয়েছেন।

ঢাকা-১৭ আসনের বিএনপি নেতাদের সাক্ষাৎ : ঢাকা-১৭ আসনে বিএনপির বনানী থানার নেতারা গতকাল দুপুরে তারেক রহমানের সঙ্গে তাঁর গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেন। তারেক রহমান এই আসনে বিএনপির প্রার্থী। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ থানা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে ঢাকা-১৭ আসনে ভোটারদের সমস্যা চিহ্নিত করাসহ আগামী নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নেতা-কর্মীদের নানান দিকনির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।সূত্র_কালের কন্ঠ