চাঁপাইনবাবগঞ্জে স্কুল শিক্ষার্থীদের মধ্যে সোয়েটার বিতরণ
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্কুলের গার্লস গাইড, হলদে পাখি ও দুস্থ শিক্ষার্থীদের মধ্যে সোয়েটার বিতরণ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্কুলের গার্লস গাইড, হলদে পাখি ও দুস্থ শিক্ষার্থীদের মধ্যে সোয়েটার বিতরণ করেছে।
বুধবার বেলা ১২টায় জেলাশহরের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিকালে শিশু কল্যাণ বিদ্যালয়ে শীতবস্ত্র হিসেবে এসব সোয়েটার বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন— বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার শাহনাজ বেগম, স্থানীয় কমিশনার ফারুকা বেগম, জেলা সেক্রেটারি হাসনারা পুতুল, জেলা কোষাধ্যক্ষ মনসুরা খাতুনসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকগণ।




