চাঁপাইনবাবগঞ্জে নিউমার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান

ফুটপাত জনগণের জন্য মুক্ত করার লক্ষ্যে অবৈধ দখলদার ও দোকান উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে জেলা শহরের নিউমার্কেট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে নিউমার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:ফুটপাত জনগণের জন্য মুক্ত করার লক্ষ্যে অবৈধ দখলদার ও দোকান উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে জেলা শহরের নিউমার্কেট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদারের নেতৃত্বে এ অভিযানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টাউন প্লানার মো. ইমরান হোসাইন, পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্ন কর্মীরা অংশগ্রহণ করেন।

উচ্ছেদ অভিযানে নিউমার্কেট ফুটপাত দখল করে থাকা অবৈধ স্থাপনা ও হকারদের দোকান উচ্ছেদ করা হয়। 

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার বলেন, মানুষ সচেতন না হলে কোন কিছুই সম্ভব না। আমরা ফুটপাত সাধারণ মানুষের জন্য অবমুক্ত করতে প্রতিনিয়ত এ অভিযান চালাচ্ছি। সবাইকে সচেতন হতে হবে। ফুটপাত দখল করে থাকা চলবে না। আমরা ভ্রাম্যমাণ আদালত অভিযান করছি। এ অভিযান অব্যাহত থাকবে।