নিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

আসন্ন সারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সকল মন্দিরের সভাপতি ও সম্পাদককে নিয়ে আজ বৃহস্পতিবার সকালে নিয়ামতপুর থানা হল রুমে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

নিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ আসন্ন সারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সকল মন্দিরের সভাপতি ও সম্পাদককে নিয়ে আজ বৃহস্পতিবার সকালে নিয়ামতপুর থানা হল রুমে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা করেছে থানা পুলিশ।

থানা হলরুমে অনুষ্ঠিত এ সভায় সঞ্চালনা করেন পুলিশের উপপরিদর্শক রেজাউল করিম। সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সরকারি পুলিশ সুপার (নিয়ামতপুর-মন্দা সার্কেল) মোঃ জাকিরুল ইসলাম।

সভায় আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ভীম চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক যোগেশচন্দ্র, পাশাপাশি উপজেলার ৫৭টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক।

বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সর্বস্তরের সহযোগিতা কামনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।