ডায়াবেটিক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রুহুল আমিন সভাপতি ও সম্পাদক ওয়াহেদ নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির ২০২৪ ২০২৬ ত্রিবার্ষিক নির্বাচনে

ডায়াবেটিক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রুহুল আমিন সভাপতি ও সম্পাদক ওয়াহেদ নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির ২০২৪-২৬ (ত্রিবার্ষিক) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুরুল আমিন এবং সাধারণ সম্পাদক পদে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) যুগ্ম সম্পাদক ও ডায়াবেটিক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ।

নির্বাচনে সহসভাপতি হিসেবে অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা ও মো. আফসার আলী, যুগ্ম সম্পাদক মো. আব্দুল হান্নান হানু, কোষাধ্যক্ষ কৃষিবিদ মো. কামরুল আরেফিন বুলু নির্বাচিত হয়েছেন।

কার্যকরী পরিষদের সদস্য হিসেবে অ্যাডভোকেট মোহা. সোলায়মান বিশু, মোহা. মনোয়ারুল ইসলাম ডালিম, এফ.কে.এম. লূৎফর রহমান, মো. খাইরুল ইসলাম, মো. শামসুল হক, মো. সামিউল হক লিটন, মো. মাইনুল ইসলাম, মো. শুকুরুদ্দীন, মো. মেসবাহুল জাকের, প্রাতিষ্ঠানিক সদস্য এহতেসামুল হক বাবলু ও দাতা সদস্য ডা. মো. আবুল হাসান, পদাধিকার বলে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা. মো. দুররুল হোদা নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রতিটি পদের বিপরীতে প্রার্থী না থাকায় গঠনতন্ত্রের ২০নং ধারা বলে সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ মো. শামসুল ইসলাম টিপু।

আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হওয়ায় ওই তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে না।

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।