চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী এলাকায় নৌকার মাঝিদের বরণ

নির্বাচনী এলাকায় নৌকার মাঝিদের বরণ করেন নেতাকর্মীরা

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী এলাকায় নৌকার মাঝিদের বরণ

চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমান, মো. আব্দুল ওদুদ ও ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল নির্বাচনী এলাকায় ফিরে এসেছেন। তাদের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বারিয়াপুরে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী আব্দুল ওদুদকে স্বাগত জানান নেতাকর্মীরা। পরে মোটরসাইকেল শোভাযাত্রা করে শহরে প্রবেশ করেন আব্দুল ওদুদ। জেলাশহরের বিভিন্ন সড়ক ঘুরে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মঞ্চে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এসময় তিনি বলেন, আপনাদের পূর্ণ সমর্থন ছিল বলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে নৌকা তুলে দিয়েছেন। এর মর্যদা আপনাদের রাখতে হবে। সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান আব্দুল ওদুদ।

এ সময় আব্দুল ওদুদকে ফুলের মালা দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে তিনি রাজশাহীতে জাতীয় চার নেতার অন্যতম নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানান এবং দোয়া করেন।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাবার পর তার নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোডাউন ও পথসভা করেছেন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার জিরো পয়েন্ট থেকে মোটরসাইকেল শোডাউনটি বের হয়ে শিবগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মনাকষায় নিজ বাসভবনে পথসভায় মিলিত হয়।

পথসভায় ডা. শিমুল বলেন, সংসদ নির্বাচনে এ আসনটি আবারো আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান। এজন্য পৌর-উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া বর্তমান সংসদ সদস্য জিয়াউর রহমানকে বরণ করে নিয়েছেন নেতাকর্মীরা। সোমবার বিকেল ৫টায় তিনি কমিউটার ট্রেনযোগে রাজশাহী থেকে রহনপুর রেলস্টেশনে এসে পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা চেয়ারম্যান হুমায়ূন রেজা ও রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁনসহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে তিনি রেলস্টেশন থেকে পায়ে হেঁটে তার রহনপুর বাজার বেগম কাচারির কার্যালয়ে আসেন। পরে সেখানে আয়োজিত সমাবেশে অংশ নেন। সেখানে তিনি তার বক্তব্যে তাকে দল মনোনয়ন দেয়ায় দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এর আগে কমিউটার ট্রেন নাচোল রেলস্টেশনে থামলে সেখানকার নেতাকর্মীরা জিয়াউর রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন- নাচোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ খান ঝালু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাসসহ অন্যরা।