‎হবিগঞ্জে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাটে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎হবিগঞ্জে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাটে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আয়োজন করা এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানায়। বিক্ষোভকারীদের হাতে ছিল ব্যানার ও প্ল্যাকার্ড। তারা স্লোগান দেন, ‘হাদির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের আশ্রয়–প্রশ্রয় দিও না’, ‘আমার ভাই হাসপাতালে-ইন্টেরিম কী করে। 

‎বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “একজন রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলি করা দেশের গণতান্ত্রিক পরিস্থিতির জন্য অশনিসংকেত।” তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

‎চুনারুঘাটের সচেতন নাগরিকদের একাংশ বলেন, “দিনদুপুরে এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইন্টেরিম সরকার যে সংস্কারের কথা বলেছিল, তা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

‎উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

‎ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা দেশের রাজনৈতিক সহনশীলতা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।