চাঁদাবাজির অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত করে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২নং গোবরাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মো. রাফেজ মীর

চাঁদাবাজির অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত করে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২নং গোবরাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মো. রাফেজ মীর। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে এক লিখিত বার্তায় তিনি বলেন, গত ১৩ এপ্রিল বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত 'চাঁদা না পেয়ে রাস্তা সংস্কার কাজে বাধা দেওয়ার অভিযোগ আঃলীগ নেতার বিরুদ্ধে' শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা হলো-

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন এলাকায় গত বছরের নভেম্বর ডিসেম্বর মাসে গকুল খিনিতলা সড়কে ২কিঃ মিঃ (জিওভি) রিপিয়ারিং সংস্কারের জন্য প্রায় ৬৬লক্ষ ৮হাজার টাকা ব্যায়ে টেন্ডার পাস হয় এবং কাজটি লটারির মাধ্যমে কাজ পায় মোসার্স টু ব্রাদাস ঠিকাদারি প্রতিষ্ঠান।

সরকারি রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ার পর সংস্কার কাজে অনিয়ম পাওয়ায় আমি গোবরাতলা ইউ.পি'র উক্ত ওয়ার্ডের সদস্য হওয়ায় এ ব্যাপারে মুঠোফোনের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোঃ ডালিম মিয়ার সাথে বেশ কয়েকবার কথা হয়। এর বাইরে আর কারও সাথে আমার কোন কথা হয়নি, একটি মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।আগামী গোবরাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি যেন চেয়ারম্যান পদে নির্বাচন না করতে পারি এ জন্য তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে এ ছাড়াও তারা আমার বাড়ি ঘরে হামলা করছে। ৫ আগষ্টের পর বাংলাদেশের কোথাও আওয়ামী লীগ আছে, এই অবস্থায় আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে চাঁদাবাজি করতে পারি? আমি, আমার বাবা, ভাই সহ আমার পরিবারের সকলের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পন্ন কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি আবারও উক্ত প্রকাশিত নিউজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।