রাজশাহীতে মাটির নিচে পুঁতে রাখা ফেনসিডিল উদ্ধার
রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন বেলুয়া খোলাবোনা এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি) রাজশাহীর একটি চৌকষ দল রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন বেলুয়া খোলাবোনা এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) বেলা সাড়ে দশটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক হুমায়ুন কবির এর নেতৃত্বে রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন বেলুয়া খোলাবোনা এক মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশী করে মাটির নিচে পুঁতে রাখা ৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পলাতক ব্যক্তি: রাজশাহী জেলার বেলুয়া খোলাবোনা এলাকার দেলোয়ার হোসেন দুলালের ছেলে সাহাবুল ইসলাম (৩০)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন বেলুয়া খোলাবোনা এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় এ সময় মাটির নিচে অভিনব কায়দায় পুঁতে রাখা ৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় ও আসামী পলাতক থাকায় আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং আমাদের অভিযান অব্যাহত রয়েছে
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে