ভোলাহাটে আন্তঃজেলা চোর চক্রের ৪ জন গ্রেপ্তার
ভোলাহাটে আন্তঃজেলা চোর চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভোলাহাট থানা পুুলিশ এ সময় চুরি হওয়া ট্রান্সফরমারের মালামাল উদ্ধার করা হয়
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আন্তঃজেলা চোর চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভোলাহাট থানা পুুলিশ। এ সময় চুরি হওয়া ট্রান্সফরমারের মালামাল উদ্ধার করা হয়।
জানাগেছে, গত ৮ জানুয়ারি দিবাগত রাতে দলদলী ইউনিয়নের মোহম্মদপুর মৌজার গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি হয়। ট্রান্সফরমার চুরি হলে আব্দুল করিমের ছেলে গভীর নলকূপের মালিক জাহাঙ্গীর আলম বাদি হয়ে ভোলাহাট থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।
বিষয়টি ভোলাহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ সুমন কুমার গুরুত্বের সাথে চুরিকৃত ট্রান্সফরমার মালামালসহ চোর ধরার অভিযান ও তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় ২০ জানুয়ারি আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ২ জন হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার হুজরাপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে বাবলু (৪৫) ও রহনপুর নুনগোলা (রেলপাড়া) গ্রামের আইনাল হকের ছেলে মোবারক আলী ওরফে সিটু (৩১)। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ৩০ জানুয়ারি গোমস্তাপুর উপজেলার মকরমপুর (উত্তর পাড়া) গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মফি উদ্দিন ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আজাইপুর মাঝপাড়ার মৃত মশিবুর রহমানের ছেলে রায়হান আলীকে গ্রেপ্তার করা হয়।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার জানান, চুরির মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই দফায় আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের মালামাল উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পুলিশ সবসময় সজাগ রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।