চাঁপাইনবাবগঞ্জে ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্ত হয়েছেন ৯ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং নাচোলে ২ জন ও ভোলাহাটে ২ জন শনাক্ত হয়।

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্তদের মধ্যে ২ জনের বাড়ি আরামবাগ, ১ জনের বাখের আলী, ১ জনে দেবীনগর, ১ জনের শ্যামপুর, ১ জনের বাররশিয়া, ২ জনের সতেররশিয়া ও ১ জনের কানসাট। অন্যদিকে শিবগঞ্জে শনাক্তদের মধ্যে ১ জনের বাড়ি পরেরশিয়া, ১জনের রানীবাড়ি, ১জনের লহালামারি, ১জনের টিকুস, ১জনের শিবনারায়নপুর। নাচোলে শনাক্তদের মধ্যে ১ জনের বাড়ি ভাগরইল ও ১জনের ভুজইল এবং ভোলাহাটে শনাক্ত ২৩জনের বাড়ি পোলাডাঙ্গা গ্রামে।

বর্তমানে জেলায় ২ শিশুসহ ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪৩ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ১৬ জন পুরুষ ও ৯ নারীসহ ২৫ জন, শিবগঞ্জে ৬ জন পুরুষ ও ৭ নারীসহ ১৩ জন এবং নাচোলে ২জন পুরুষ ও ভোলাহাটে ২ জন পুরুষ ও ১ জন নারীসহ ৩জন রোগী ভর্তি আছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ১২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ১জনকে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৮ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৭৪৫ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৫৩৪ জন পুরুষ এবং ২১১ জন নারী রয়েছেন।

মঙ্গলবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।