চাঁপাইনবাবগঞ্জ ১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯ জন পুরুষ ও ৬ জন নারীসহ ১৫ জন, শিবগঞ্জে ১ জন পুরুষ ও ১জন নারীসহ ২ জন ও ভোলাহাটে ১ জন পুরুষ ও ১জন নারীসহ ২জন ডেঙ্গু রোগী শনাক্ত হন।
এদিকে শনিবার ৪জন শিশুসহ জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ২২জন পুরুষ ও ১১ নারীসহ ৩৩জন, শিবগঞ্জে ৮জন পুরুষ ও ৩ নারীসহ ১১ জন, গোমস্তাপুরে ১জন পুরুষ এবং ভোলাহাটে ১জন পুরুষ ও ১ জন নারীসহ ২ জন রোগী ভর্তি আছেন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল শনিবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৩ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৯০৬ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৬৩৭জন পুরুষ এবং ২৬৯ জন নারী রয়েছেন।
সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে শনিবার এইসব তথ্য জানানো হয়েছে।