রামেক হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসী (২৭) নামের এক নারীর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে

রামেক হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসী (২৭) নামের এক নারীর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। তিনি রামেক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)তে গত শনিবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।

রবিবার দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ফেরদৌসী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পোলাডাঙ্গা পচাপুকুর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।

এর আগে গত ২৫ জুন রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার রোকুনপুরের গোলাম রাব্বানীর ছেলে কবির হোসেনের (৩৭) মৃত্যু হয়।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৩ জুন জ্বরসহ বিভিন্ন জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি করা হয় ফেরদৌসীকে। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৫ জুন তাকে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হবার পর তাকে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে রামেক হাসপাতালে দুই বছরের শিশুসহ ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তার মধ্যে ৩ জন নারী, ৬ জন পুরুষ ও ১ জন শিশু। এর মধ্যে ৪ জন চাঁপাইনবাবগঞ্জের, ৫ জন রাজশাহীর আর ১জন নওগাঁ সদরের।

শংকর কে বিশ্বাস আমাদের বলেন,হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।