শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইলসহ একজন গ্রেফতার

তেলকুপি সীমান্তে অভিযানে চালিয়ে ভারতীয় মোবাইলসহ একজনকে গ্রেফতার করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইলসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে অভিযানে চালিয়ে ভারতীয় মোবাইলসহ একজনকে গ্রেফতার করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

বুধবার(২ অক্টোবর)৫৯ বিজিবি ব্যাটালিয়ন তেলকুপি সীমান্ত এলাকার জমিনপুর তেলকুপি মাঠ থেকে ৩১টি ভারতীয় মোবাইলসহ আব্দুস সাহিন (৫০) নামে একজন গ্রেফতার হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া,বিজিবিএম।

৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া,বিজিবিএম জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেলকুপি জমিনপুর মাঠ সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় সকালে তেলকুপি জমিনপুর গ্রামের সীমান্ত পিলারের পাশ দিয়ে খাসের হাটের দিকে যাওয়ার সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আব্দুস সাহিনকে আটক করা হয় পরে দেহ তল্লাশী করলে ভারতীয় অবৈধ ৩১টি মোবাইল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে শিবগঞ্জ থানায় জব্দকৃত মালামালসহ আসামীকে সোপর্দ করা হয়।

স্থানীয় এক বাসিন্দা জানান: ৫৯ বিজিবির অভিযান ও কড়া নিরাপত্তার জন্য আজ সীমান্ত এলাকার মানুষ নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারছেন। তাই আমি এলাকাবাসীর পক্ষ থেকে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ গোলাম কিবরিয়া মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই।