এমপিওভুক্ত শিক্ষকদের ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

টানা ৮ দিন ধরে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা ঘোষণা করেছে অর্থ মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষকদের ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

টানা ৮ দিন ধরে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা ঘোষণা করেছে অর্থ মন্ত্রণালয়। মূল বেতনের ৫ শতাংশ হারে, তবে ন্যূনতম ২ হাজার টাকা করে এই ভাতা প্রদান করা হবে।

রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য নতুন এই বাড়িভাড়া ভাতা অনুমোদন দেওয়া হয়েছে। তবে এটি কিছু শর্তসাপেক্ষে কার্যকর হবে।

শর্তগুলোর মধ্যে রয়েছে—

  • ভবিষ্যতে জাতীয় বেতনস্কেল অনুযায়ী এই ভাতা সমন্বয় করতে হবে;
  • সংশ্লিষ্ট জনবল কাঠামো ও এমপিও নীতিমালা (স্কুল, কলেজ, মাদ্রাসা ও ভোকেশনালসহ) এবং সরকারের সংশ্লিষ্ট প্রজ্ঞাপন বা আদেশ অনুসরণ করতে হবে;
  • এই ভাতা বৃদ্ধির ফলে কেউ কোনো বকেয়া প্রাপ্য হবেন না;
  • আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মানতে হবে;
  • অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায় বহন করবেন;
  • প্রশাসনিক মন্ত্রণালয় জি.ও জারি করে চার কপি অর্থ বিভাগে পাঠাবে পৃষ্ঠাঙ্কনের জন্য।

উল্লেখ্য,এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত ৮ দিন ধরে বাড়িভাড়া ভাতা ও অন্যান্য সুবিধা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন।

চাঁপাই প্রেস/সূত্র_চ্যানেল আই অনলাইন