নিয়ামতপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

নওগাঁর নিয়ামতপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে

নিয়ামতপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃআমি কন্যা শিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ -এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রাণী পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক, সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, পল্লী উন্নয়ন অফিসার হাবিবুর রহমান, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, ক্রেডিড সুপারভাইজার কাম কম্পিউটার অপারেটর আল মামুন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের অধিকার, নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের আহ্বান জানান।

আলোচনা শেষে উপজেলা পর্যায়ে মহিলাদের মাঝে ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় ঋণগ্রহীতাদের মাঝে এবং সেচ্ছাসেবী মহিলা সংগঠনের অনুকুলে সাধারণ অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন।