ঈদ যাত্রাই গতি নিয়ন্ত্রণে নওগাঁয় বিআরটিএর অভিযান পরিচালিত

ঈদ শেষে যাত্রীদের কর্মস্থল অভিমুখী যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে গতি নিয়ন্ত্রণে নওগাঁয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক) বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

ঈদ যাত্রাই গতি নিয়ন্ত্রণে নওগাঁয় বিআরটিএর অভিযান পরিচালিত

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ :ঈদ শেষে যাত্রীদের কর্মস্থল অভিমুখী যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে গতি নিয়ন্ত্রণে নওগাঁয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক) বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।  

বিআরটিএ চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বৃস্পতিবার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড ও পার- নওগাঁ বাসস্ট্যান্ডে এই অবিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বিআরটিএ নওগাঁ সার্কেল। 

এসময় ৮টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস কাউন্টারে অভিযান পরিচালিত হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামাল প্রত্যয়, বিআরটিএ নওগাঁ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) আব্দুল্লাহ আল মামুন, মোটরযান পরিদর্শক আফতাবুল ইসলাম,ট্রাফিক ইন্সপেক্টর, স্বজল কুমার বকশী, বাস মালিক গ্রুপের সহ সভাপতি মুমিনুল হক, শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাহারুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।