গোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা
আসন্ন শারদীয় দূর্গোৎসবসুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

গোমস্তাপুর প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দূর্গোৎসবসুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।
বক্তব্য রাখেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম স্যামল, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম,১৬,বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আবদুল জব্বার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, রহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহতাবউদ্দিন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, গোমস্তাপুর উপজেলা সভাপতি শচীন দেব বর্মন, সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর রিপোর্টাস ক্লাব সভাপতি নাহিদ ইসলাম,পুজা উদযাপন পরিষদ রহনপুর পৌর শাখা সাধারণ সম্পাদক মিঠু সরকারসহ অন্যরা।
সভায় আসন্ন দুর্গাপূজা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।প্রসঙ্গত:এবার উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩২ টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।