গত ২৪ ঘণ্টায় ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন

গত ২৪ ঘণ্টায় ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ২শিশুসহ জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪৩ জন। ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নতুন করে শনাক্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, ভোলাহাটে ১ জন শনাক্ত হয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্তদের মধ্যে ১ জনের বাড়ি শাহীবাগ, ১ জনের শিমুলতলা, ১জনের কালিনগর, ১ জনের টিকতলা, ১জনের কমলাকান্তপুর ১ জনের ছত্রাজিতপুর, ২ জনের বালিয়াডাঙ্গা, ১জনের পোড়াগাঁ, ১জনের বালিগ্রাম, ১জনের শিবতলা, ১জনের সোনামসজিদ, ১ জনের চাঁদপুর।

অন্যদিকে শিবগঞ্জে শনাক্তদের মধ্যে ১ জনের বাড়ি আদিনা কলেজ, ১জনের গঙ্গারামপুর, ১জনের ভবানীপুর, ১জনের শ্যামপুর, ১ জনের জমিনপুর, ১জনের বগলাউড়ি। এছাড়া ভোলাহাটে শনাক্তের বাড়ি খারেআলমপুর গ্রামে।

বর্তমানে জেলায় ২ শিশুসহ ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪৩ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ১৭ জন পুরুষ ও ৮ নারীসহ ২৫ জন, শিবগঞ্জে ৮ জন পুরুষ ও ৪নারীসহ ১২ জন, এবং নাচোলে ২জন পুরুষ ও ভোলাহাটে ৩ জন পুরুষ ও ১ জন নারীসহ ৪জন রোগী ভর্তি আছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ৪জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৩ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৭৮০ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৫৫৫ জন পুরুষ এবং ২২৫ জন নারী রয়েছেন।

বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।