দুমকীতে কৃষক লীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আটক
পটুয়াখালীর দুমকী উপজেলা কৃষক লীগের আহবায়ক ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী মৃধাকে আটক করেছে পুলিশ।

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেকা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকী উপজেলা কৃষক লীগের আহবায়ক ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী মৃধাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(১১ নভেম্বর) সন্ধায় পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা পুলিশ ও দুমকী পুলিশের সহায়তায় উপজেলার পীরতলা এলাকা থেকে আটক করা হয়।
জানাগেছে, মির্জাগঞ্জ উপজেলায় দায়ের করা মামলায় তাঁকে আটক করা হয়। এছাড়াও তিনি দুমকী উপজেলা বিএনপি অফিস ভাঙচুর মামলায় এজাহারভুক্ত আসামি।ঐ মামলায় তিনি জামিনে রয়েছেন।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, মির্জাগঞ্জে দায়েরকৃত মামলায় মির্জাগঞ্জ পুলিশ দুমকী পুলিশের সহায়তায় আটক করেছেন।




