নিয়ামতপুরে জামায়াতের কর্মী সম্মেলন

নিয়ামতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

নিয়ামতপুরে জামায়াতের কর্মী সম্মেলন

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নিয়ামতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার চৌরাপাড়া মাদ্রসা মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। রসুলপুর ইউনিয়ন জামায়াত এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে রসুলপুর ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ারুল ইসলামের সভাপেিত্ব প্রধান অতিথি বক্তৃতা করেন নওগাঁ জেলা আমির ও নওগাঁ-৪ আসনের জমায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী খ. ম. আঃ রাকিব। 

রসুলপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাসুদ রানার সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের নওগাঁ জেলা কর্মপরিষদেও সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. আঃ রশিদ, নিয়ামতপুর উপজেলার আমির আফজাল হোসেন, নায়েবে আমির মাওঃ মো. নওশাদ অঅলী, ডাঃ মো. ইব্রাহীম হোসেন, নিয়ামতপুর উপজেলা সেক্রেটারী মো. দেলোয়ার হোসেন, সহ-সেক্রেটারী মাওঃ মো. শাহজামান আলী, প্রমূখ।