চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদন: নানা আয়োজনের মধ্য দিয়ে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।  

পরে সকাল সাড়ে ৯টার দিকে ডা. আ.আ.ম. মেসবাউল হক বাচ্চু স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, জাতীয় পতাকা উত্তোলন, ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অভিবাধন গ্রহন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কৃষি সম্প্রসারনের উপ-পরিচালক ইয়াসিন আলী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুনসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

কুচকাআওয়াজে অংশগ্রহণ করেন পুলিশ আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। মহান স্বাধীনতা দিবসে দেশের জন্য শহীদ ও শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে জেলাবাসী। তবে এ বছর কোন ধরনের ডিসপ্লে প্রদর্শন করা হয়নি।