গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়াল

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে গ্রামাঞ্চলেও ডেঙ্গুর বিস্তার লাভ করছে। বিশেষ করে সদর, শিবগঞ্জ, নাচোল ও ভোলাহাট উপজেলার কোনো না কোনো গ্রামের মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন। তাদের অনেকেই হাসপাতালে ভর্তিও হচ্ছেন।

সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এমন তথ্যই উঠে আসছে।

তথ্যমতে, বুধবার ৭ বছরের ১ শিশুসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। ৫ শিশুসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪১ জন রোগী। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্ত হয়েছেন ১৩ জন। তাদের মধ্যে একজনের বাড়ি নতুন ব্রিজ, একজনের নয়াগোলা, একজনের কমলাকান্তপুর, একজনের সূর্যনারায়ণপুর, একজনের বেলডাঙ্গা, দুজনের শ্যামপুর, একজনের আরামবাগ, একজনের দেবীনগর, একজনের বারঘরিয়া, একজনের বেলেপুকুর, একজনের ইসলামপুর ও একজনের বাড়ি রাজারামপুর।

অন্যদিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছে ৩ জন। তাদের মধ্যে একজনের সাহাপাড়া, একজনের পূর্বশ্যামপুর ও একজনের বাঁশমহাল গ্রামে। এছাড়া ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন একজন। তার বাড়ি চরধরমপুর গ্রামে।

বর্তমানে জেলায় পাঁচ শিশুসহ ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪১ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ১৯ জন পুরুষ ও ৯ নারীসহ ২৮ জন, শিবগঞ্জে ৮ নারী ও ৩ জন পুরুষসহ ১১ জন এবং ভোলাহাটে ২ জন পুরুষ রোগী ভর্তি অছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৪ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৬৬৩ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৪৮৬ জন পুরুষ এবং ১৭৭ জন নারী রয়েছেন।

বুধবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।