এক শিশুসহ নতুন করে আরো ১৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা সাড়ে ৬০০ ছাড়িয়েছে
চাঁপাইনবাবগঞ্জে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা সাড়ে ৬০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯ বছরের এক শিশুসহ নতুন করে আরো ১৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন রোগী।
নতুন আক্রান্তদের মধ্যে একজনের বাড়ি নতুন বালিয়াডাঙ্গা, একজনের দেবীনগর, একজনের আরামবাগ, একজনের কালিনগর, একজনের হরিনগর, একজনের বহালাবাড়ী, একজনের রামবাগ, একজনের চৈতন্যপুর ও একজনের সুন্দরপুর। এরা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্ত হয়েছেন। অপরদিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাবুপুর গ্রামের ৯ বছরের এক শিশু শনাক্ত হয়েছেন। এছাড়া নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন দুজন। তাদের মধ্যে একজনের বাড়ি মুরাদপুর ও একজনের আঝইর গ্রামে। অন্যদিকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন একজন, তার বাড়ি খালেআলমপুর গ্রামে।
বর্তমানে জেলায় চার শিশুসহ ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪০ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ১৪ জন পুরুষ ও ৯ নারীসহ ২৩ জন, শিবগঞ্জে ৮ নারী ও ৭ জন পুরুষসহ ১৫ জন এবং ভোলাহাটে দুজন পুরুষ রোগী ভর্তি অছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৯ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৬১৯ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৪৬৩ জন পুরুষ এবং ১৫৬ জন নারী রয়েছেন।
রবিবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।