২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ইকোকার্ডিওগ্রাফি চালু হলো
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ইকো কার্ডিওগ্রাফি চালু করা হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ইকো-কার্ডিওগ্রাফি চালু করা হয়েছে। বুধবার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। এছাড়াও হাসপাতালটিতে বিশুদ্ধ পানি সরবরাহের উদ্বোধন করেন তিনি।
এসময় সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ আব্দুল ওদুদ।
সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ গৌড় বাংলাকে বলেন, ইকো-কার্ডিওগ্রাফি একসময় হতো, মাঝে চিকিৎসক না থাকার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। এতে মেশিনপত্র নষ্ট হয়ে যায়। এখন নতুন মেশিন পাওয়া গেছে। এখন থেকে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল মজিদ ইকো-কার্ডিওগ্রাফি করবেন।
সিভিল সার্জন আরো বলেন- হাসপাতালে বিশুদ্ধ পানি সরবরাহের উদ্বোধন হওয়ায় এখন থেকে হাসপাতালে আসা রোগী ও তাদের সঙ্গে থাকা মানুষেরা পান করার জন্য বিশুদ্ধ পানি পাবেন। তিনি বলেনÑ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় মাননীয় সংসদ সদস্য মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি, একটি পূর্ণাঙ্গ পানি শোধনাগারের জন্য। কারণ এখন হাসপাতালে অনেক মানুষ আছেন। তাদেরকে পানির ব্যবস্থাটা করে দেয়া জরুরি। সংসদ সদস্য মহোদয় চেষ্টা করবেন বলে জানিয়েছেন।