চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১০ 

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ডেঙ্গুতে আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১০ 

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬ জন পুরুষ ও ৩ জন নারীসহ ৯ জন, শিবগঞ্জে ১জন পুরুষ শনাক্ত হন।

এদিকে ১শিশুসহ জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৩৬ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ১১ জন পুরুষ ও ১০ নারীসহ ২১ জন, শিবগঞ্জে ৫ জন পুরুষ ও ২ নারীসহ ৭ জন এবং ভোলাহাটে ৭ জন পুরুষ ও ১ জন নারী রোগী ভর্তি আছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ১জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০২ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৮৬২ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৬১১জন পুরুষ এবং ২৫১ জন নারী রয়েছেন।

সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে মঙ্গলবার এইসব তথ্য জানানো হয়েছে