নির্বাচন বানচাল করতে তৎপরতা চালাচ্ছে স্বৈরাচারের প্রেতাত্মারা-ফারুক

স্বৈরাচারের প্রেতাত্মারা ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

নির্বাচন বানচাল করতে তৎপরতা চালাচ্ছে স্বৈরাচারের প্রেতাত্মারা-ফারুক
সংগ্রহীত ছবি

স্বৈরাচারের প্রেতাত্মারা ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

রোববার (২৬ অক্টোবর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি।

পরে জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা নির্বাচন বানচাল করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: ‘প্রশ্নবিদ্ধদের’ সরিয়ে তত্ত্বাবধায়কের আদলে দেশ চালান, সরকারকে খসরু

দেশের প্রতিটি প্রান্তে নির্বাচনের ব্যাপারে সচেতনতা তৈরি করতে দলের সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যক্রমকে সফল করতে হবে। 

চাঁপাই প্রেস/সূত্র_সময় টিভি নিউজ