নিয়ামতপুরে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ আন্তঃইউনিয়ন এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ আন্তঃইউনিয়ন এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় নিয়ামতপুর সদর ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করে ভাবিচা ইউনিয়নের। জাঁকজমকপূর্ণ এ ফাইনাল খেলা দেখতে দর্শকের উপচে পড়া ভীড় ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত সময়ে খেলায় কোন দল গোল না পেলে খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। পেনাল্টি শুট আউটে ভাবিচা ইউনিয়ন ৪-২ গোলে নিয়ামতপুর সদর ইউনিয়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
আলোচনা সভায় প্রধান অতিথি (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, খেলাধুলা মানসিক বিকাশে সহায়তা করে। শারীরিক সুস্থতা ও মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে জানান তিনি।
পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।




