নিয়ামতপুরে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ
কনকনে শীতে যখন নওগাঁর নিয়ামতপুরের খেটে খাওয়া গরিব-অসহায় শীতার্ত মানুষ কাপছে
তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃকনকনে শীতে যখন নওগাঁর নিয়ামতপুরের খেটে খাওয়া গরিব-অসহায় শীতার্ত মানুষ কাপছে। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে বসবাস করে সমাজের ছিন্নমূল মানুষেরা।গরিব-দুঃখী শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে রাতের আঁধারে কম্বল নিয়ে হাজির হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মুর্শিদা খাতুন।

সোমবার গভীর রাতে ছিন্নমূল, অসহায়, দরিদ্র, শ্রমজীবী মানুষ ও এতিম শিশুদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সহযোগিতায় শীতের কম্বল বিতরণ করেন। এ সময় উপজেলা সদরের সকল নাইটগার্ড, এতিম খানাসহ বিভিন্ন এলাকায় প্রায় ৪শ শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সহকারী প্রকৌশলি বিএমডিএ
মো: তারিক আজিজ মিলন, উপজেলা কর্মকর্তা এসএফডিএফ মোঃ ইমরান হোসেন মন্ডল, উপজেলা পিডিবিএফ কর্মকর্তা মোঃরফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ বাবুল আক্তার, পল্লী দারিদ্র্য ফাউন্ডেশন কাইউম চৌধুরী প্রমূখ।
শীত বস্ত্র বিতরণ কল তিনি বলেন, শীতের কষ্ট সেই বোঝে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে এগিয়ে আসতে হবে।




