বুড়িচংয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বুড়িচংয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বাদ্য বাজনা বাজিয়ে, নেচে-গেয়ে র্যালিতে অংশ নেন নেতাকর্মীরা
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বুড়িচংয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বাদ্য বাজনা বাজিয়ে, নেচে-গেয়ে র্যালিতে অংশ নেন নেতাকর্মীরা।২৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা যুবদলের সভাপতি জাবেদ কাউছার সবুজের সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন যুবদলের সদস্য সচিব দেলেয়ার হোসেন দোলন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দঃ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মোঃ জসিম উদ্দিন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দঃ জেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দঃ জেলা যুবদল যুগ্ম আহবায়ক কাজী আব্দুল কাদের পাখি , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুয়ামুন কবির বাবুল, আবু নাছের মুন্সী সাংগঠনিক সম্পাদক , উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক
আনোয়ার হোসেন, বিএনপির সহ- সভাপতি রহিম, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন, যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম ভুইয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল আলিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজির আহাম্মদ নসির,
কুমিল্লা দঃ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু কাশেম, যুবদলের যুগ্ম আহবায়ক ইকরাম হোসেন ভুইয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভুইয়া।

এসময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিটন খান, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সদর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মাহাবুব আলম টিপু, সদস্য সচিব জামাল হোসেন শিকদার, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপি নেতা আলী আহাম্মদ মোস্তফা, মনির হোসেন জয়, খায়রুল ইসলাম, বাকশীমূল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুগ্ম আহবায়ক তানজিবুর রহমান শুভ, জুবায়ের আহমেদ, হৃদয় হাসান , সাদ্দাম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে ভোট বিপ্লব হবে। জনগণ আর ফ্যাসিবাদী ও ধর্ম বিক্রির রাজনীতি এদেশে মেনে নেবে না।



