চাঁপাইনবাবগঞ্জে লাইট হাউজের উদ্যোগে ত্রৈমাসিক সমন্বয় সভা 

চাঁপাইনবাবগঞ্জে লাইট হাউজের উদ্যোগে বিজ্ঞ আইনজীবীদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জে লাইট হাউজের উদ্যোগে ত্রৈমাসিক সমন্বয় সভা 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :আইনগত সহায়তা কার্যক্রমকে গতিশীল এবং অসহায় মানুষদের আইনগত সেবা নিশ্চিত করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে লাইট হাউজের উদ্যোগে বিজ্ঞ আইনজীবীদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩জানুয়ারি) সন্ধায় লাইট হাউজ ‘দি আইন সহায়তা এক্টিভিটি’ প্রকল্পের আওতায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সরকারি আইন সহায়তা বিষয়ক সেবা প্রাপ্তি সহজ করণের লক্ষ্যে বিজ্ঞ প্যানেল আইনজীবীদের নিয়ে সভার আয়োজন করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান। 

জেলা লিগ্যাল এইড অফিসার এবং সিনিয়র সহকারী জজ বেগম রুখসানা খানম এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ হায়দার খোন্দকার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম জাহাঙ্গীর আলম।

সভায় আরোও উপস্থিত ছিলেন লাইট হাউজ জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন জুয়েল। সভায় লিগ্যাল এইডের মামলা পরিচালনার ক্ষেত্রে কি কি সমস্যা, কিভাবে তা নিরসন করা যায়, সেবা গ্রহীতাদের প্রতি সদয় আচরণ, মামলার জট কমানোসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

সভায় লাইট হাউজের আইন সহায়তা এ্যাকটিভিটি কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়। সভায় জানানো হয় লাইট হাউজ চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী বিভাগের ০৪ জেলায় এই কার্যক্রম বাস্তবায়ন করছে এবং অসহায়-দরিদ্র বিচার প্রার্থীদের বিশেষ করে নারী-শিশু, আদিবাসী, চরাঞ্চল ও দুর্গম এলাকায় বসবাসকারী জনগণের বিচারিক সেবা প্রাপ্তি নিশ্চিত করণের জন্য কাজ করছে।