চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে ভাসমান মরাদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুর শ্মশান ঘাটে ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে

মোঃনাহিদ উজ্জামান শিবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুর শ্মশান ঘাটে ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখতে পেয়ে, পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পুলিশ সূত্রে ও সরেজমিনে দেখা যায় লাশটির গায়ে শার্ট ও লুঙ্গি পড়ে ছিল। গলায় দড়ি দিয়ে বস্তা ভর্তি দুইটি বালুর বস্তা দিয়ে বাধা।
ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ সজ্জা জেলা হাসপাতালে পাঠানো হয়।
শিবগঞ্জ থানা ওসি (তদন্ত) শাকিল আহমেদ বলেন লাশটি নদীতে ভাসা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক ধারণা কেউ মেরে ফেলে নদীতে ফেলে দিয়েছে, তবে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ বোঝা যাবে । এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করলে আইন অনুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।