চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক 

১১ নভেম্বর মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে এক অভিযান পরিচালনা করে ৫৯ বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক 

শিবগঞ্জ প্রতিনিধিঃ১১ নভেম্বর মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে এক অভিযান পরিচালনা করে ৫৯ বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের ১৯ বিঘা নামক গ্রামে অভিযান পরিচালনা করে  বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাবলেট ইয়াবা-১৯৪০ পিস এবং Tapentadol ট্যাবলেট-৩৬০০ পিস আটক করেন ৫৯ বিজিবি'র।এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যায়।

আটককৃত মাদকদ্রব্য ইয়াবা ও টাপেনডল,শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে। এছাড়া প্রতিবেশী দেশ থেকে যে কোন ধরনের মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সর্বদা সজাগ রয়েছে।