নিয়ামতপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নওগাঁর নিয়ামতপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী গসংগঠনের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী গসংগঠনের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার নিয়ামতপুর সরকারি মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
রেলীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে নিয়ামতপুর হাই স্কুল মাঠ মুক্ত মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ ১ আসনের সাবেক এমপি ও উপজেলা বিএনপি'র সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ইন্জিনিয়ার শাহ মোঃ খালেদ চৌধুরী পাইন।উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল জামিন চৌধুরী লাকী, আমিনুল ইসলাম, এ কে এম খলিলুর রহমান, শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সুজা সেকেন্দার আলী, যুব ও ক্রিয়া বিসয়ক সম্পাদক মনজুর রহমান, কোষাধ্যক্ষ তানভীর চৌধুরী, ছাত্র দলের আহবায়ক সালাউদ্দীন গাজী, ছাত্র দলের কলেজ শাখার সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতোসহ বিএনপির অংগসংগঠনের বিভিন্ন স্তরের নেতকর্মীবৃন্দ।
অপর দিকে নওগাঁর নিয়ামতপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী গসংগঠনের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ঈদগাঁ মাঠ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলী সরকার।উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউছারুল রহমান রতনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক২ জাহাঙ্গীর কবির বাচ্চু, কৃষক দলের আহবায়ক জুম্মান আলী, সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাথী, হেলাল কাজী,আব্দুল মতিন, মতিউর রহমান মতিনসহ বিএনপির অংগসংগঠনের বিভিন্ন স্তরের নেতকর্মীবৃন্দ।