চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অপসারণের দাবি বিএনপি নেতাদের
চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কুমার শিপন মোদককে ৭ দিনের মধ্যে অপসারণের দাবি জানিয়েছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
আওয়ামী লীগ সরকারের দোসর উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কুমার শিপন মোদককে ৭ দিনের মধ্যে অপসারণের দাবি জানিয়েছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময়ের মধ্যে বিচারককে অপসারণ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিএনপির নেতাকর্মীরা।
জানা যায়, ২০২২ সালের ২২ নভেম্বর পুলিশের দায়ের করা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার একটি মামলায় তিনজন আসামিকে জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় বিচারক। পরবর্তীতে এর প্রতিবাদে এজলাস কক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তোপের মুখে তাদেরকে জামিন দেয় জেলা ও দায়রা জজ আদালত। এর প্রেক্ষিতে রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আদালত থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কুমার শিপন মোদককে আওয়ামী লীগ সরকারের দালাল উল্লেখ করে, এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে বিচারকের অপসারণ দাবি করেন তারা৷ দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।
জামিনে মুক্ত হওয়া বিএনপি নেতারা হলেন- জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা বিএনপির সদস্য ইসমাইল বিশ্বাস ও আব্দুস সামাদ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক তাসেম আলী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিম ওবায়দুল্লাহসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম টিপু জানান, নিম্ন আদালতে আসামিদের বাকি আসামিদের জামিন দেয়া হয়। কিন্তু সেদিন এই তিন আসামি উপস্থিত ছিলেন না। তাই আজকে তাদের জামিন আবেদন করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পুলিশের সাজানো ও ভুয়া একটি রাজনৈতিক মামলায় তিনজন আসামিকে জামিন না মঞ্জুর করলে এর প্রতিবাদ জানায় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এদিকে, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কুমার শিপন মোদক।