বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স পরিষদের কর্মবিরতি
চাঁপাইনবাবগঞ্জে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স পরিষদের কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স পরিষদের কর্মবিরতি ও অবস্থান কর্মসুচী পালিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসুচী পালিত হয়।
সরকারি সকল মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারি (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার পদে কর্মরতদের এক ও অভিন্ন কারিকুলামে ১০ম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবিতে এ কর্মসুচীতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসনে কর্মরত সার্ভেয়ার জাহাঙ্গীর আলম ও নাচোল উপজেলার এলজিইডি অফিসে কর্মরত সার্ভেয়ার আব্দুল হাকিম।
বক্তারা বৈষম্য দুর করে সকল সার্ভেয়ারদের বেতন স্কেল ১০ গ্রেডে করার জোর দাবি জানান।
কর্মবিরতি ও অবস্থান কর্মসুচীতে নাচোল উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মোঃ রাজিব, সদর উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার গোলাম সাকলায়েন, গণপূর্ত অফিসের সার্ভেয়ার নাজমুল হোসেন, এলজিইডি গোমস্তাপুর উপজেলার সার্ভেয়ার শফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা এলজিইডি'র সার্ভেয়ার শামীম রেজা, শিবগঞ্জ ভুমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেকসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সার্ভেয়ারগণ উপস্থিত ছিলেন।