বদলগাছীতে আ:লীগ নেতা গ্রেফতার
নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১০ মে) বিকালে মিজানুর রহমান কিশোরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মিজানুর রহমান কিশোরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধিকে জানান, গত বছরের ৫ নভেম্বর ২০২৪ উপজেলার গোবরচাঁপাহাটে বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ১১ই মে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।