জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে চক্রান্ত চলছে -আনিসুল ইসলাম মাহমুদ
জাতীয় পার্টিকে জাপা আওয়ামী লীগের সহযোগী’ বলে জাতীয় রাজনীতির মূলধারা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

জাতীয় পার্টিকে (জাপা) ‘আওয়ামী লীগের সহযোগী’ বলে জাতীয় রাজনীতির মূলধারা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
শনিবার (২০ সেপ্টেম্বর) গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের প্রাক্কালে জাতীয় পার্টিকে বাইরে রাখার চেষ্টা নতুন কিছু নয়। আমাদের বিরুদ্ধে একটি পরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে যাতে আমরা রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাই।
তিনি আরও বলেন, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে দেশে কোনোদিনও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সংবিধান মেনে চলতে হলে এখন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জ্যেষ্ঠ নেতারা।
তারা দলীয় অবস্থান পরিষ্কার করে জানান, জাতীয় পার্টি দেশের রাজনীতিতে একটি শক্তিশালী ও স্বাধীন প্ল্যাটফর্ম হিসেবেই কাজ করছে এবং কারও ছায়াতলে নয়।
সূত্র চ্যানেল আই অনলাইন