চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে ২৫লাখ টাকার চেক হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের অনুকূলে ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক হস্তান্তর করা হয়

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে ২৫লাখ টাকার চেক হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের অনুকূলে ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক হস্তান্তর করা হয়। 

জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি) আবুল কালাম সাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তরিকুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. আবদুল ওদুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক আব্দুল মান্নান, জেলা বাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, জেলা ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

বিআরটিএ জেলা সার্কেলের সহকারী পরিচালক শাহজামান হক জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ২০২৪ সালের সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারীদের মধ্যে নাচোল উপজেলার আতাউর রহমান(১৫মে), জাহিদ হাসান(১৪জুন), শিবগঞ্জের শাহজাহান আলী(২৮সেপ্টেম্বর), গোমস্তাপুরের নুর আমিন(০১অক্টোবর) ও সদরের রেজাউল্লাহ(৩০মে) এর পরিবারে মনোনীতদের হাতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ২৫ লাখ টাকার চেক তুলে দেয়া হয়।