প্রতারণার মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ৩জন গ্রেপ্তার

অধিক মুনাফার লোভ দেখিয়ে গ্রামের সহজসরল মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ

প্রতারণার মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ৩জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে অবস্থিত জয়ীতা কঞ্জুমার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর অফিস হতে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

অধিক মুনাফার লোভ দেখিয়ে গ্রামের সহজসরল মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন বালিয়াডাঙ্গা গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে সংস্থাটির প্রধান ব্যক্তি মো. খুরশীদ আলম (৪৩), মো. আমিনুল ইসলামের ছেলে মাঠ কর্মী মো. সাকিম বিল্লাহ (২৫), মো. আব্দুল কাইয়ুমের ছেলে মাঠকর্মী মো. জসিম উদ্দিন (২৫)। গত রবিবার রাত সাড়ে ৯টায় র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল এই অভিযান চালায়।

অভিযান চলাকালে পাস বই-৪টি, রেজিস্টার ৪টি, কালেকশন শীট-৪টি, বিভিন্ন ধরনের সীল-৫টি, রুপালী ব্যাংক লিমিটেড এর ১০০ পাতার ব্লাংক চেক বই-১টি, মোবাইল ফোন-৩ টিসহ তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানায়। 

এ ব্যাপারে জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।